সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ
পোর্টাল সাবস্ক্রাইব করুন
উপাধ্যক্ষ
মোবাইল নং : 01717636632 (ব্যক্তিগত)
ফোন (অফিস) : +৮৮০২৫৮৮৮১৩৪৩৩ (অফিস)
ই-মেইল : abdussaburkhandakar@gmail.com
ব্যাচ (বিসিএস) : ১৬
বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ১২ Aug. 18, 2025
অধ্যাপক মো: আব্দুস ছাবুর খন্দকার
উপাধ্যক্ষ: ১৮ অগাস্ট, ২০২৫ থেকে অদ্যাবধি/বর্তমান।
অধ্যাপক মো: আব্দুস ছাবুর খন্দকার, উপাধ্যক্ষ, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়া। তিনি উত্তরবঙ্গের প্রবেশ দ্বার ও পুন্ড্র সভ্যতার লীলাভূমি বলে খ্যাত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা (ফকিরপাড়া) গ্রামে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মো: আব্দুস ছামাদ খন্দকার পেশায় একজন শিক্ষক ছিলেন। মাতা রাহেলা বেগম একজন গৃহিনী। বাল্যকালে গ্রামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে দেউলী দাখিল মাদ্রাসা থেকে ১৯৮২ সালে দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ১৯৮৪ সালে নামুজা এস আই আলিম মাদ্রাসা, বগুড়া থেকে ্থআলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ১৯৮৪ সালে মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় ফাজিল শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে ১৯৮৬ সালে ফাজিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ১৯৮৬-১৯৮৭ শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) দর্শন বিভাগে ভর্তি হন। ১৯৮৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) দর্শন ও ১৯৯০ সালে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। সহশিক্ষার অংশ হিসেবে মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে হাদিস শাস্ত্রে (এম এম) কামিল ডিগ্রি অর্জন করেন। তিনি কর্মময় জীবনে ১৯৯১ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত প্রথম ঢাকায় একটি হাইস্কুলে শিক্ষকতা করেন। তারপর ১৯৯৪ সালে মুন্সিগঞ্জ জেলার লৌহজং মহাবিদ্যালয়ে যুক্তিবিদ্যার প্রভাষক হিসেবে অধ্যাপনা শুরু করেন।তারপর ১৯৯৬ সালে ১৬’শ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে পিএসসির সুপারিশপ্রাপ্ত হয়ে প্রভাষক হিসেবে প্রথমে লালমনিরহাটের পাটগ্রাম সরকারি জসমুদ্দীন কাজী আব্দুল গনী ডিগ্রী কলেজে যোগদান করেন। তারপর ১৯৯৮ সালে বদলী হয়ে নাটোরের গোল-ই-আফরোজ সরকারি কলেজে দর্শনের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে বদলী হয়ে ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বগুড়ার সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়ায় দর্শন বিভাগের প্রভাষক হিসেবে অধ্যাপনা করেন। পরবর্তীতে বদলি হয়ে ২০০৬ সালের অক্টোবর মাসে মহীপুর হাজী মহসীন সরকারি করেজ, পাঁচবিবি, জয়পুরহাটে দর্শনের প্রবাষক হিসেবে যোগদান করেন। তারপর বদলি হয়ে ২০২২ সালে নওগাঁ সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করে ইনসিটু হিসেবে বিভাগে কর্মরত ছিলেন। 2025 সালের ১৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উপাধ্যক্ষ পদে সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়ায় যোগদান করেন। অধ্যাপনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে তাঁর বিচরণ আছে। ছোটবেলা থেকে শান্ত ও ধীরস্থির প্রকৃতির মধ্যে কাব্যিক অনুভুতি লালন করেন। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে একুশের বই মেলায় উচ্ছ্বাস প্রকাশনীর পৃষ্ঠপোষকতায় তার প্রথম কবিতার বই ‘শুধু তোমার অপেক্ষায়’ প্রকাশিত হয়। পরবর্তী আকর্ষণ হিসেবে ‘প্রবন্ধ সমগ্র’ এ বছর প্রকাশের অপেক্ষায়।
প্রশিক্ষণসমূহ
ক্রম | স্থান | প্রশিক্ষণের নাম | প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা | আরম্ভ | শেষ | মন্তব্য |
১ | স্থানীয় | বুনিয়াদি প্রশিক্ষণ | জাতীয় শিক্ষা ও ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকা | ২৫/০১/১৯৯৯ | ২৫/০৩/১৯৯৯ | ৫৩ ব্যাচ |
২ | স্থানীয় | উচ্চতর প্রশিক্ষণ কোর্স | জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর | ২৮/০৩/২০০১ | ০১/০৫/২০০১ | ১২ ব্যাচ |
৩ | স্থানীয় | রোভার ইউনিট লিডার বেসিক কোর্স | বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল | ২৭/০৭/২০০১ | ০৩/০৮/২০০১ | ১২১ ব্যাচ |
৪ | স্থানীয় | (PPRP-11) | (CPTU) | ১৪/০২/২০১৫ | ০৩/০৩/২০১৫ | ১৬ ব্যাচ |
৫ | স্থানীয় | Master Trainer Training | Ministry of Education (SESIP) | ২১/১১/২০১৪ | ০১/০১/২০১৫ | ২য় ব্যাচ |
৬ | স্থানীয় | Office Management Training Course | জাতীয় শিক্ষা ও ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকা | ০১/০২/২০১৭ | ১৪/০২/২০১৭ | ২৮ ব্যাচ |
৭ | স্থানীয় | ACEM | জাতীয় শিক্ষা ও ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকা | ১৩/১১/২০১৮ | ২৭/১২/২০১৮ | ৩০ ব্যাচ |
৮ | স্থানীয় | SSCEM (অধ্যাপক পর্যায়ের) | জাতীয় শিক্ষা ও ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকা | ১০/১১/২০২৪ | ২৪/১২/২০২৪ | ৩১ ব্যাচ |
৯ | বিদেশ | ৩০তম এসিইএম কোর্সের প্রশিক্ষনের অংশ হিসেবে বর্হি বিশ্ব ভ্রমন। | China | ১৫/১২/২০১৮ | ১৮/১২/২০১৮ | ৩০ ব্যাচ |
১০ | বিদেশ | ৩০তম এসিইএম কোর্সের প্রশিক্ষনের অংশ হিসেবে বর্হি বিশ্ব ভ্রমন। | Malaysia | ১৯/১২/২০১৮ | ২২/১২/২০১৮ | ৩০ ব্যাচ |
১১ | স্থানীয় | কারিগরি প্রশিক্ষণ কোর্স, সর্টহ্যান্ড, টাইপিং কোর্স | যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা | ১/১১/১৯৮৬ | ১/১২/১৯৮৬ | |
১২ | স্থানীয় | ইমাম প্রশিক্ষণ কোর্স | ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা | ১০/১২/১৯৮৮ | ২৭/১২/১৯৮৮ |