সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ,বগুড়ায় ২৮.০১.২০২৬ ইং তারিখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৬ এর পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ, প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, বিশেষ অতিথি, উপাধ্যক্ষ, প্রফেসর মো: আব্দুস ছাবুর খন্দকার, সভাপতি, ড. মীর ত্বাইফ মামুন মজিদ, সম্পাদক শিক্ষক পরিষদ, অনুষ্ঠান সমন্বয়ক জনাব মো: আবু রায়হান, দপ্তর ও ক্রীড়া সম্পাদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাহিদ সুলতান, প্রভাষক, ইংরেজী বিভাগ। অনুষ্ঠানের ১ম পর্বে ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয় এবং ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উভয় পর্ব
শেষ হলে পুরস্কার বিতরণ শেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


