সাম্প্রতিক পোস্ট

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস- ২০২৫

Dec. 16, 2025, 5:10 p.m. 86

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস- ২০২৫

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রধান অতিথি: প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, অধ্যক্ষ, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ,বগুড়া, বিশেষ অতিথি :প্রফেসর মো:আব্দুস ছাবুর খন্দকার, উপাধ্যক্ষ, অত্র কলেজ। আলোচক : প্রফেসর দেবদুলাল দাস,অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা,অত্র কলেজ। সভাপতি : জনাব ড.মীর ত্বাইফ মামুন মজিদ ও সম্পাদক, শিক্ষক পরিষদ,অত্র কলেজ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক,সকল শ্রেণীর শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

 

 

 

 

 

 

 

 

১ম পর্বে শহীদ মিনারে পূস্পস্তবক অর্পন করে বীর শহীদদের স্বরণ করা হয়। তারপর শুরু হয় আলোচনা। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সম্পাদক ও বিভিন্ন বিভাগায় প্রধানগণ মহান বিজয় দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেন। বক্তব্যপর্ব শেষ হলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় ছাত্রীরা বিভিন্ন দেশাত্ববোধক ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ শাফিউল আলম, সহকারি অধ্যাপক, বাংলা, অত্র কলেজ।

পরিশেষে সভাপতি ড.মীর ত্বাইফ মামুন মজিদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তী ঘটে ।

0 Likes

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরও পড়ুন