সাম্প্রতিক পোস্ট

প্রফেসর মোঃ রিজওয়ানুল হক স্যারের (এলপিআর) জনিত বিদায়।

Nov. 20, 2025, 3 p.m. 29

সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়ার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর মোঃ রিজওয়ানুল হক স্যারের (এলপিআর) জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, উপাধ্যক্ষ, প্রফেসর মোঃ আব্দুস ছাবুর খন্দকার, শিক্ষক পরিষদের সম্পাদক, ড. মীর ত্বাইফ মামুন মজিদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রাক্তন অধ্যক্ষ এবং এ কলেজের কিছু প্রাক্তন সহকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল ও ক্রেষ্ট  দিয়ে বরণ করা হয়। অতিথি বরণ শেষে চল আলোচনাপর্ব। আলোচনায় রিজওয়ানুল হক স্যারের সুদীর্ঘ সফল কর্মময় জীবনের সৃতিচারণ করা হয় এবং স্যারের নতুন জীবনে সাফল্য, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

0 Likes

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরও পড়ুন