পদোন্নতি সংক্রান্ত সরকারি আদেশ (জিও) প্রকাশের দাবিতে ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে রোববার সকাল থেকে কর্মসূচি শুরু হয়। বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের প্রভাষকরা পদোন্নতির দাবীতে ”নো প্রোমোশন নো ওয়ার্ক' কর্মসূচ “ পালন করছেন।

দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে থাকায় পেশাগত ক্ষতির মুখে পড়ে বাধ্য হয়ে শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। তাঁরা অবিলম্বে পদোন্নতির আদেশ প্রকাশের দাবি জানিয়েছেন। আন্দোলনরত শিক্ষকরা বলেন, পদোন্নতি না হওয়ায় তাঁরা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সামাজিক ও পারিবারিক ভাবেও হেয় প্রতিপন্ন হচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মবিরতি অব্যাহত থাকবে এবং আন্দোলন আরও জোরালো হবে।