সাম্প্রতিক পোস্ট

সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে আগামীকাল একাদশ শ্রেণির অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।

Sept. 14, 2025, 10:03 p.m. উপাধ্যক্ষ, 114

সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে আগামীকাল  ২০২৫-২০২৬  শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। সকাল ৯.০০টা থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস একযোগে সেকশন ও রোল রেঞ্জ অনুযায়ী অনুষ্ঠিত  হবে। 

একাডেমিক ভবনের নিচতলায় বিজ্ঞান বিভাগের  A  সেকশনের  ১০৮ নং কক্ষে, B সেকশনের ১০৯ কক্ষে এবং C সেকশনের ক্লাস ৩য় তলায়  ৩০১ নং.কক্ষে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান ভবনের ৪র্থ তলায় মানবিক বিভাগের  A  সেকশনের  ৪১৫ নং কক্ষে  এবং B সেকশনের ক্লাস   লাইব্রেরি ভবনের  ২য় তলায়  ২১২ নং.কক্ষে অনুষ্ঠিত হবে। আর ব্যবসায় শিক্ষা বিভাগের ক্লাস অনুষ্ঠিত হবে একাডেমিক ভবনের ২য় তলায় ২০৮ নং কক্ষে। শিক্ষার্থীদের রুটিন অনুযায়ী যথা সময়ে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

0 Likes

মন্তব্য করুন

মন্তব্যসমূহ (1)

Juliahot বলেছেনঃ

Hello, could I ask for your advice? Feel free to call me or message me on WhatsApp.[url=https://wa.me/+62881037061854] Text me on Whatsapp[/url]

এ সম্পর্কিত আরও পড়ুন