সাম্প্রতিক পোস্ট

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্দোগে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

Aug. 18, 2025, 9:13 p.m. 40

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্দোগে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। উক্ত অনলাইন অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন অত্র ক‌লে‌জের সু‌যোগ‌্য অধ‌্যক্ষ স‌্যার প্রফেসর ড. মো.বেল্লাল হো‌সেন, ড. ত্বাইফ মামুন মজিদ ,সম্পাদক শিক্ষক প‌রিষদ, সহ‌যোগী অধ‌্যাপক বাংলা, দেবদুলাল দাস, সহ‌যোগী অধ‌্যাপক এবং আহবায়ক, অত্র অনুষ্ঠান ক‌মি‌টি, আরও উপ‌স্থিত ছি‌লেন বি‌ভিন্ন বি‌ভা‌গের বিভাগীয় প্রধান ও অন‌্যান‌্য শিক্ষকবৃন্দ ।

0 Likes

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরও পড়ুন