Main Comtent Skiped

প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন

অধ্যক্ষ: ২৪অক্টোবর ২০২৪ থেকে অদ্যাবধি/বর্তমান।

প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন (লেখক নাম: বেলাল হোসেন): জন্ম ৩১ ডিসেম্বর ১৯৬৮ বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের চরপাড়া (মথুরাপাড়া) গ্রামে।

পড়ালেখা: প্রাথমিক - চরপাড়া ও উত্তর শোনপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক - মথুরাপাড়া বি কে উচ্চ বিদ্যালয় এবং নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয় কর্ণিবাড়ি, সারিয়াকান্দি ; উচ্চ মাধ্যমিক - সরকারি আজিজুল হক কলেজ বগুড়া; অনার্স ও মাস্টার্স - (বাংলা ভাষা ও সাহিত্য) রাজশাহী বিশ্ববিদ্যালয় (অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় নম্বরের ভিত্তিতে সম্মিলিত মেধায় প্রথমস্থান অর্জন); এম.ফিল (কোর্স) ১৯৯৮, ঢাকা বিশ্ববিদ্যালয়; পিএইচ.ডি-২০০৫, ঢাকা বিশ^বিদ্যালয় (পূর্ব বগুড়ার লোকসাহিত্যের স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য' শীর্ষক অভিসন্দর্ভ প্রণয়নের জন্য পিএইচ.ডি ডিগ্রি অর্জন)।

প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ: লোকসাহিত্যের কাঠামোগত স্বাতন্ত্র্য পূর্ব বগুড়া (২০০৮) বাংলা একাডেমি, ঢাকা (পিএইচ.ডি অভিসন্দর্ভ); বাংলা একাডেমি বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা বগুড়া (২০১৪/২০১৮), প্রধান সমন্বয়কারী; সম্পাদনা - চর্যাপদ সমীক্ষা (২০০৫) ; বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন যুগ (২০০৫);

ফোকলোরিক রবীন্দ্রনাথ (২০১৯); মৈমনসিংহ গীতিকা শতবর্ষের পরা-পাঠ (২০২২); প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস (২০২২); সরকারি আজিজুল হক কলেজ স্মারক গ্রন্থ (যৌথ সম্পাদনা) ২০১১; সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ স্মারক গ্রন্থ (২০২৪); উচ্চ মাধ্যমিক সৃজনশীল বাংলা ব্যাকরণ ও নির্মিতি (২০১৬); ‘বাংলাদেশ জেলা গেজেটিয়ার বগুড়া(২০১৭)’র একাধিক অধ্যায় রচয়িতা। প্রকাশিত গবেষণা প্রবন্ধ ও নিবন্ধের সংখ্যা প্রায় শতাধিক।

উল্লেখযোগ্য গবেষণা প্রবন্ধ: পূর্ব বগুড়ার একটি লোককাহিনি: অংগরির কিস্তে, লোকসংস্কৃতি ৪:১, ১৯৯৭ ; মুক্তিযুদ্ধভিত্তিক লোকগল্প : টাইপ-মোটিফ ইনডেক্স, ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা ৮১, ২০০৫; ফোকলোর গবেষণায় কাঠামোগত পদ্ধতি, বাংলা একাডেমি পত্রিকা ৫১:১, ২০০৭ ; বাংলা প্রবাদে পরিবেশ প্রসঙ্গ, বাংলা একাডেমি পত্রিকা ৫২:২, ২০০৮; কিংবদন্তির বেহুলার বাসরঘর: ঐতিহাসিক প্রেক্ষাপট, বাংলা একাডেমি পত্রিকা ৫৩:১, ২০১০; বগুড়ার বেহুলা ও থিয়েটারের বেহুলা: একটি তুলনামূলক আলোচনা (যৌথ), রবীন্দ্র জার্নাল ৪:১, ২০১২; বাংলাদেশের ফোকলোর চর্চা: রঙ্গপুর সাহিত্য পরিষৎ পত্রিকা, বাংলা একাডেমি পত্রিকা ৫৭:১, ২০১৩; প্রাচ্য ফোকলোর তত্ত¡: রবীন্দ্র মতবাদ, রবীন্দ্র জার্নাল ১৫২ তম রবীন্দ্র জয়ন্তী সংখ্যা ২০১৪; উত্তরবঙ্গের সমাজ ও সংস্কৃতিতে মাদার পিরের প্রভাব, মাদার পিরের গান, বাংলা একাডেমি ঢাকা ২০১৬; বগুড়ার লোকসংগীতে মালসী প্রভাব: একটি এথনোমিজিকোলজিক্যাল স্টাডি, বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা ১:২, ২০২০ ; বগুড়া জেলার সাহিত্য ও সংস্কৃতি, জেলা সাহিত্য মেলা ২০২১ বগুড়া, বাংলা একাডেমি, ঢাকা ; বগুড়া নামকরণে বগরা খাঁ ভ্রান্তি: একটি স্থাননামতাত্তি¡ক পর্যেষণা (২০২২), চিলেকোঠা, বগুড়া; ইত্যাদি।

অডিও ভিজুয়্যাল কাজ: বাংলাদেশের লোকায়ত ঐতিহ্য মাদার বাঁশের কৃত্যানুষ্ঠানের ওপর ডকুমেন্টারি ফিল্ম ‘দম মাদার' (২০০৫) প্রযোজনা ও পরিচালনা।

সম্পাদনা করেছেন একাধিক পত্র পত্রিকা। রচনা করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ও প্রদর্শিত ১৯৭১-এর মুক্তিযুদ্ধে বধ্যভূমিকেন্দ্রিক নাটক - ‘ফসিল-৭১’ (২০২২)।

কর্মজীবন: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য । ৩০.১০.২০১৮ তারিখ থেকে ২৩.১০.২০২৪ তারিখ পর্যন্ত সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া’য় উপাধ্যক্ষের দায়িত্ব পালন। পূর্ববর্তী কর্মস্থল - নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ; সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া; আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ, কাজিপুর, সিরাজগঞ্জ।

প্রশিক্ষণ গ্রহণ: দেশ-বিদেশে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এসিইএম প্রশিক্ষণে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ (তৃতীয় এসিইএম প্রশিক্ষণ কোর্স, নায়েম, ঢাকা)। মালয়েশিয়ার নটিংহাম বিশ^বিদ্যালয় থেকে লিডার্স প্রশিক্ষণে ডিশটিংশন প্রাপ্ত। এছাড়াও বুনিয়াদী, সৃজনশীল মাস্টার ট্রেইনার, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, PPR, RTI, Grievance Redress System (GRS), Financial Management, অফিস ব্যবস্থাপনা, ই-নথি, সিটিজেন চার্টার, অভীযোগ প্রতিকার প্রভৃতি প্রশিক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফোকলোর বিষয়ক একাধিক সেমিনার ও ওয়ার্কসপে অংশগ্রহণ করেছেন।

সদস্য: জীবন সদস্য - বাংলা একাডেমি, বাংলাদেশ ইতিহাস সমিতি, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ, বাংলাদেশ  ফোকলোর  সোসাইটি, সদস্য- এশিয়াটিক  সোসাইটি অব বাংলাদেশ।