Main Comtent Skiped

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ
বিএনসিসি ইউনিটূ

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) ইউনিট গঠিত হয় ১৯৮৩ সালের আগস্ট মাসে। কিন্তু এই কলেজের শিক্ষার্থীরা তার প্রায়  ১৮ বছর পূর্বেই বে-সামরিক প্রশিক্ষণের সঙ্গে যুক্ত হয়।

ঔপনিবেশিক ব্রিটিশ সরকার ১৯২০ সালে ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠন করে ‘ইউনিভার্সিটি কোর’। ১৯২৩ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ইউনিভার্সিটি ট্রেনিং কোর বা ইউটিসি’। ১৯৬৫-৬৬ সালে পাক-ভারত যুদ্ধের পটভূমিতে বিশ^বিদ্যালয় পর্যায়ে গঠিত হয় ‘পাকিস্তান ক্যাডেট কোর বা পিসিসি’ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য গঠিত হয় ‘জুনিয়র ক্যাডেট কোর বা জেসিসি’। ১৯৬৫ সালের আগস্ট মাসে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে সে সময় সমগ্র পাকিস্তানে নারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষার্থীরা জুনিয়র ক্যাডেট কোরের সদস্য হিসেবে বে-সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। সে সময় এই প্রশিক্ষণের খবর ছবিসহ তৎকালীন বিভিন্ন পত্র-পত্রিকায়  অত্যন্ত গুরুত্বসহকারে প্রকাশিত হয়। 
পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৯ সালের ২০ মার্চ জেসিসি, বিসিসি এবং ইউটিসির সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি। ১৯৮৩ সালের আগস্ট মাসে রাজশাহী ব্যাটালিয়নের অংশ হিসেবে মুজিবুর রহমান মহিলা কলেজ ইউনিট গঠিত হয়। পরবর্তীতে এখানে আরও অতিরিক্ত একটি প্লাটুন খোলা হয়। বর্তমানে একটিমাত্র প্লাটুন মহাস্থান রেজিমেন্টের অধীনে পরিচালিত হচ্ছে।