Main Comtent Skiped

কলেজ বার্ষিকী ‘নির্ঝর’ প্রসঙ্গ 


মুজিবুর রহমান মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ সালে। কিন্তু ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষেই কলেজ ছাত্রী সংসদ ‘নির্ঝর’ নামে একটি বার্ষিকী প্রকাশ করে। প্রথম সংখ্যার প্রধান সম্পাদিকা ছিলেন অধ্যাপিকা মনিরা সিদ্দিকা। অবশ্য এ সংখ্যার সম্পাদনা ও প্রকাশনার অনেক কাজ এগিয়ে নিয়েছিলেন অধ্যাপিকা খালেদা আবিদা। কিন্তু তিনি কলেজ ত্যাগ করায় বাকী কাজ সমাপ্ত করে যেতে পারেননি। বার্ষিকীর নামকরণ করেছিলেন অধ্যাপক কেএম ইউনুস আলী। তাঁর দেয়া নামটি পরবর্তীকালেও বহাল থাকে।

১৯৬৫-৬৬ শিক্ষাবর্ষে ‘নির্ঝর’ এর ২য় সংখ্যা প্রকাশিত হয়, যার সম্পাদনা করেন অধ্যাপক কেএম ইউনুস আলী। বাংলাদেশের স্বাধীনতার পূর্ব পর্যন্ত নির্ঝরের আরো কয়েকটি সংখ্যা প্রকাশ হয়েছিল বলে জানা যায় ; কিন্তু বহু চেষ্টা করেও তার কোনো কপি উদ্ধার করা সম্ভব হয়নি। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৮১ ও ১৯৮৫ সালে নির্ঝরের দু’টি সংখ্যা প্রকাশ হয়। এ ধারা প্রতি শিক্ষাবর্ষেই অব্যাহত থেকেছে এমন নয় ; পারিপার্শি^ক কারণে দু-একটি সংখ্যা প্রকাশ করা সম্ভব হয়নি। তবে নির্ঝরের প্রকাশ ও এর ঐতিহ্যচর্চা চলমান। উল্লেখ্যযোগ্য যে, কলেজ বার্ষিকী নির্ঝরের পাশাপাশি এই কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২২ সালে ‘অনুভব’ নামের একটি নান্দনিক প্রকাশনার কাজ সম্পন্ন হয়েছে।

                                      কলেজ বার্ষিকী নির্ঝর - ২০১৩

কলেজ বার্ষিকী নির্ঝর - 1981