সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়। এই উপলক্ষে বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অধ্যক্ষ মহোদয় স্বয়ং শিক্ষকগণের সমন্বয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
শিক্ষক, কর্মচারী ও ছাত্রীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে কলেজ শহিদ বেদিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদক পুষ্পস্তবক অর্পণ করেন এবং সকল বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও বিভাগীয় প্রধানের নেতৃত্বে ছাত্রীরা বিভাগ ভিত্তিক পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব দেবদুলাল দাস, সম্পাদক শিক্ষক পরিষদ। উক্ত অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব হেলাল উদ্দিন ও জনাব তহমিনা হায়দার।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ “মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা” পাঠ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, জনাব মো: ফারুক হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত এর মাধ্যমে শিক্ষক, কর্মচারী ও ছাত্রীদের উপস্থিতিতে একটি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন ও জনাব তহমিনা হায়দার। অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য সম্মানিত শিক্ষকগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব আই, আর, এম, সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক, ইংরেজি। আরও বক্তব্য রাখেন কলেজের ছাত্রী নেত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।