২৮ জানুয়ারী ২০২৪খ্রি. রোজ রবিবার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ,বগুড়ার ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী, স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব, বার্ষিক কলেজ অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানীয় অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর ত্বাইফ মামুন মজিদ। অনুষ্ঠান সূচি মোতাবেক সকাল ৯.০০টায় বর্ণাঢ্য র্যালী কলেজ হতে কালিতলা হাট প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে ফিরে আসে। সকাল ১০.০০ টায় বেলুন উড্ডয়ন করা হয়, ১০.১০টায় আসন গ্রহণ, ১০.১৫টায় অতিথিদের ফুল ও উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। সকাল ১০.৩০টায় স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ১০.৪৫ টায় অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট এবং ভান্ডারী পরিবার কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। ১১.০০ টায় আলোচনা শুরু হয়। আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের সম্মানীয় প্রাক্তন অধ্যক্ষ ও সুধীজন। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃগোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথমপর্ব সমাপ্ত হয়।
দ্বিতীয়পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় দুপুর ১.০০টায়। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আই,আর,এম সাজ্জাদ হোসেন ।