৫ ডিসেম্বর ২০২৩ খ্রি: রোজ মঙ্গলবার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব মজিবর রহমান মজনু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাগেবুল আহসান রিপু, এমপি মাননীয় সংসদ সদস্য, বগুড়া-৬ ও সাধারণ সম্পাদক, বগুড়া জেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ আবু সুফিয়ান সফিক, টিএমএসএস-এর ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. হোসনে আরা বেগম, বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ সামস্-উল আলম, বগুড়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং সিআইপি জনাব মোঃ মাসুদুর রহমান মিলন, পাইওনিয়ার ফিল্ট্রেশন লিমিটেড-এর চেয়ারম্যান জনাব তৌফিকুর রহমান বাপ্পী ভাণ্ডারী এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ শাহাদাৎ আলম ঝুনু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীনবরণ বক্তা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, স্বাগত বক্তা শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ গোলজার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান।
অনুষ্ঠানে ছাত্র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি জনাব সজীব সাহা, সাধারণ সম্পাদক জনাব মোঃ আল মাহিদুল ইসলাম জয়, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি জনাব শামীমা সুমি শাহ ও সাধারণ সম্পাদক রত্না খাতুন।
২০১৯ সাল থেকে প্রবর্তিত কলেজ অ্যাওয়ার্ড গ্রহণ করেন অত্র কলেজ থেকে পাস করা প্রাক্তন শিক্ষার্থী জনাব নাসিমা সুলতানা ছুটু (স্টাফ রিপোর্টার, দৈনিক করতোয়া) যিনি সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং সুনামের সহিত দায়িত্ব পালন করে চলেছেন।
প্রিন্সিপাল অ্যাওয়ার্ড-২০২১ (শ্রেষ্ঠ শিক্ষক) গ্রহণ করেন জনাব ছায়েমা সুলতানা, প্রভাষক (প্রাণিবিদ্যা), প্রিন্সিপাল অ্যাওয়ার্ড-২০২২ (শ্রেষ্ঠ শিক্ষক) গ্রহণ করেন ডক্টর মোস্তফা আহাদ তালুকদার, সহকারী অধ্যাপক (বাংলা), প্রিন্সিপাল অ্যাওয়ার্ড-২০২৩ (শ্রেষ্ঠ শিক্ষক) গ্রহণ করেন জনাব মোঃ গোলজার হোসেন, সহযোগী অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) ও সম্পাদক, শিক্ষক পরিষদ।
প্রিন্সিপাল অ্যাওয়ার্ড-২০২১ (কৃতি শিক্ষার্থী) গ্রহণ করেন (উচ্চ মাধ্যমিক পর্যায়) মোছাঃ মিশু খাতুন, মানবিক শাখা, প্রিন্সিপাল অ্যাওয়ার্ড-২০২২ (কৃতি শিক্ষার্থী) গ্রহণ করেন (উচ্চ মাধ্যমিক পর্যায়) ইশরাত জাহান এশা, মানবিক শাখা, প্রিন্সিপাল অ্যাওয়ার্ড-২০২২ (কৃতি শিক্ষার্থী) গ্রহণ করেন (অনার্স / মাস্টার্স পর্যায়) জান্নাতি আক্তার, ২য় বর্ষ ইংরেজি।
প্রিন্সিপাল অ্যাওয়ার্ড-২০২১ (শ্রেষ্ঠ কর্মচারী) গ্রহণ করেন জনাব মোঃ হারুন-অর-রশিদ, মেকানিক-কাম-ইলেকট্রিশিয়ান, প্রিন্সিপাল অ্যাওয়ার্ড-২০২২ (শ্রেষ্ঠ কর্মচারী) গ্রহণ করেন জনাব মোঃ হেলাল সরকার, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, প্রিন্সিপাল অ্যাওয়ার্ড-২০২৩ (শ্রেষ্ঠ কর্মচারী) গ্রহণ করেন জনাব মোঃ রেজাউল করিম, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর এবং জনাব মোঃ জয়নাল আবেদীন, মাইক্রো ড্রাইভার।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর ত্বাইফ মামুন মজিদ। সাংস্কৃতিক পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আই, আর, এম, সাজ্জাদ হোসেন ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব ছায়েমা সুলতানা।