৭ই মার্চ ২০২৩ খ্রি: রোজ মঙ্গলবার বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’-২০২৩ উদ্যাপন উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। প্রবন্ধের শিরোনাম ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ : একজন রাজনীতির কবির মহাকাব্যিক অগ্নি-উচ্চারণ। প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন কলেজের সম্মানীয় অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন, ড. মীর ত্বাইফ মামুন মজিদ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, আলোচক ছিলেন ড. মোঃ আবু বক্কর সিদ্দিক, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও ড. মোস্তফা আহাদ তালুকদার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ আরো বক্তব্য প্রদান করেন কলেজ ছাত্রলীগের নেত্রী শামীমা সুমি শাহ। সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মোঃ গোলজার হোসেন, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আই, আর, এম, সাজ্জাদ হোসেন। ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি জনাব মোঃ গোলজার হোসেন।