১৬ ডিসেম্বর ২০২২ খ্রি:, রোজ শুক্রবার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়ায় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদ সম্পাদকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সকাল ৭.৩০ টায় অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে একটি বিজয় শোভাযাত্রা শুরু হয়। বিজয় শোভাযাত্রায় উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মো: গোলজার হোসেন, সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজয় শোভাযাত্রা শেষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রথমপর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়। দ্বিতীয় পর্বে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে সভাপতি মহোদয় বিজয় দিবস অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, ড. মীর ত্বাইফ মামুন মজিদ।