১৪ এপ্রিল-২০২২ রোজ বৃহস্পতিবার বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে শুভ বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক জনাব দেবদুলাল দাস। অনুষ্ঠানের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: গোলজার হোসেন ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোস্তফা আহাদ তালুকদার। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয় এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি জনাব দেবদুলাল দাস।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আই, আর, এম, সাজ্জাদ হোসেন ।