২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত তথ্য ও নির্দেশিকা

অনলাইনে ফরম পূরণের শেষ তারিখ ও সময় : ২৩/০২/২০২২ দুপুর ১.৩০ ঘটিকা পর্যন্ত। 

* ফরম পূরণ করে Save বাটনে ক্লিক করলে প্রিন্ট অপশন পাওয়া যাবে। এই প্রিন্ট অপশনে ক্লিক করে তখনই  প্রিন্ট করে নিতে হবে।  পরবর্তী সময়ে আর প্রবেশ করার সুযোগ থাকবে না। একারণে মোবাইলে ফরম পূরণ না করাই ভাল।

 * ফরম পূরণের লিংক: Admission Form Link

* Help Line : 01733611542 Email: skytechno35@gmail.com

* অনলাইনে ফরম পূরণের সুবিধার্থে একটি ফাঁকা আবেদন ফরম যুক্ত করা হলো। এটি কলেজে জমা ‍ দিতে হবে না। Download Blank Form

——————————————————————————————————————–

*  ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ১৯/০২/২০২২ এবং ২০/০২/২০২২ তারিখের মধ্যে  ডাচ বাংলা ব্যাংকের রকেট (৩২২৫) কোডে  Student ID-তে এসএসসি রোল বসিয়ে  ভর্তি ফি প্রদান করতে হবে।  

* অনলাইনে ফরম পূরণ : ২১/০২/২০২২ হতে ২৩/০২/২০২২ তারিখ পর্যন্ত। অনলাইনে যে কোন সময় ফরম পূরণ করা যাবে। পূরণকৃত ফরম উপরোক্ত তারিখের যে কোন দিন জমা দেওয়া যাবে। তবে শেষ দিন অর্থৎ  ২৩/০২/২০২২ তারিখ দুপুর ১.০০ টার মধ্যে অনলাইনে ফরম পূরণ শেষ করতে হবে।

* অনলাইনে পূরণকৃত ফরম কলেজে জমা দান : ২১/০২/২০২২ হতে ২৩/০২/২০২২ তারিখ   সকাল ৯.০০ টা হতে দুপুর ২.০০ টা  পর্যন্ত।

একাদশ শ্রেণির জন্য নির্বাচিত বিষয়গুচ্ছ

বিজ্ঞান বিভাগ :  আবশ্যিক বিষয়     : ১. বাংলা   ২. ইংরেজি   ৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

নৈর্বাচনিক বিষয় (৩টি)           : ১. পদার্থ   ২. রসায়ন   ৩. গণিত / জীববিজ্ঞান

চতুর্থ বিষয় (০১টি)                 : ১. গণিত / জীবজ্ঞিান

 

মানবিক বিভাগ : আবশ্যিক বিষয়    :  ১. বাংলা    ২. ইংরেজি    ৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

নৈর্বাচনিক বিষয় (৩টি)           :  ১. সমাজবিজ্ঞান  ২. পৌরনীতি ও সুশাসন  ৩. অর্থনীতি  ৪. যুক্তিবিদ্যা     

                                                ৫. ইতিহাস / ইসলামের ইতিহাস

চতুর্থ বিষয় (০১টি)                 :  ১. পৌরনীতি ও সুশাসন  ২. অর্থনীতি  ৩. যুক্তিবিদ্যা ৪. ইতিহাস / ইসলামের ইতিহাস

 

ব্যবসায় শিক্ষা বিভাগ: আবশ্যিক বিষয়  : ১. বাংলা   ২. ইংরেজি    ৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

নৈর্বাচনিক বিষয় (৩টি)              : ১. হিসাববিজ্ঞান  ২. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা  ৩. ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা

চতুর্থ বিষয় :  অর্থনীতি

 

২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সময় মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নেয়া প্রসংগে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত তথ্য ও নির্দেশিকা (সংশোধিত)

Mojibor Rahman Vandary

vice-principal

map

College Map

Govt. Mujibur Rahman Women’s College, Fulbari, Bogura Sadar, Bogura
College Code-NU : 2705, Board : 4450
EIN : 119250
Tell : 051-65375
E-mail : bogramrcollege @yahoo.com

Youtube Link

Facebook Link

HSC-SCIENCE, Facebook, Group

error: Content is protected !!