১৬ ডিসেম্বর, ২০২১ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়। এ উপলক্ষে অধ্যক্ষ মহোদয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের দিনব্যাপি অনুষ্ঠানের সুভ সূচনা করেন।
কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষক, কর্মচারী ও ছাত্রীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্যর্যালী বের হয়। র্যালী শেষে শহিদ বেদিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদকসহ সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। অধ্যক্ষ মহোদয় কলেজের নবনির্মি ত মুক্তমঞ্চ ‘অপরাজিতা’ এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব দেবদুলাল দাস, সম্পাদক শিক্ষক পরিষদ। উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মো: মোরশেদুল আলম, ৭ নম্বর সেক্টর (চিরির বন্দর, দিনাজপুর)। আলোচনা করেন জনাব আই, আর, এম, সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক, ইংরেজি, বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হালিম, প্রফেসর মো: শফিকুল আমিন, প্রফেসর এ, কে, এম ছালামত উল্লাহ, প্রফেসর মো: সামস-উল আলম জয়। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের শামিমা সুমি শাহ, তাছলিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী সালমিন মোস্তারী তহুরা ও মায়িশা মোস্তফা। অনুষ্ঠান শেষে সভাপতি মহোদয় মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।