সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ কর্তৃপক্ষ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সূর্যোদয়ের সাথে সাথে, জাতীয় পতাকা উত্তোলন; জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, বেলুন ও ফেস্টুন অবমুক্তকরণ ও জন্মদিনের কেক কর্তন, বৃক্ষরোপন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন এবং দেয়ালিকা উন্মোচন করা হয়।
অন্যান্য বিষয়ের মধ্যে `বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগীত ধারায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি: একটি জাতিতাত্ত্বিক বিশ্লেষণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। প্রবন্ধটির ওপর আলোচনা করেন ড. মোস্তফা আহাদ তালুকদার এবং মুখ্য আলোচক হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন বাংলা একাডেমী ফোকলোর পুরস্কারপ্রাপ্ত লেখক, গবেষক- ড. সাইমন জাকারিয়া।