মো: রেজাউল করিমসহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধানদর্শন বিভাগসরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া
জন্ম ঃ ০১ জানুয়ারী ১৯৭৮ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রাম।
শিক্ষা জীবন ঃ দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন ১৯৮৭ সালে। ১৯৯২ সালে দাউদপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৯৪ সালে সরকারি শাহ্ সুলতান কলেজ,বগুড়া থেকে কৃতিত্বের সাথে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে দর্শন বিষয়ে স্নাতক সম্মান এবং ১৯৯৮ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
কর্মজীবন ঃ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য (১৪৮৭৪)। ২৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ০১ জুলাই ২০০৫ সালে প্রভাষক পদে পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাও, দর্শন বিভাগে যোগদান করেন। সেখান কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। তারপর ১৫ এপ্রিল ২০১০ সালে বদলি হয়ে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ,বগুড়ায় যোগদান করেন। বর্তমান তিনি অত্র কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি এই কলেজের মহিলা হোস্টেলের হোস্টেল সুপার হিসেবে সফলতার সাথে দায়িত¦ পালনও করছেন।
প্রশিক্ষণ গ্রহণ ঃ তিনি বিভিন্ন প্রশিক্ষণে সফলতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ১০৬ তম বুনিয়াদি প্রশিক্ষণ, নায়েম, ঢাকা। কারিকুলাম প্রশিক্ষণ, টিটিসি,পাবনা। সিপিডি প্রশিক্ষণ জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।