১৫ আগষ্ট ২০২২ খ্রি:, রোজ সোমবার বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করেন অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মহোদয়সহ শিক্ষক পরিষদ সদস্য, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। সকাল ৯.০০ টায় সকলের উপস্থিতিতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন পর্যায়ক্রমে অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, ছাত্রলীগের নেত্রী ও কর্মীবৃন্দ, কর্মচারী ও সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ । সকাল ৯.৩০ টায় ২১২ নম্বর কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের জাতীয় দিবস উদ্যাপন কমিটির আহবায়ক জনাব দেবদুলাল দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানীয় অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানীয় উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ গোলজার হোসেন। আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর ত্বাইফ মামুন মজিদ এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানড. মোহাম্মদ শামীমুল হক। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রীনেত্রীবৃন্দ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আই, আর, এম, সাজ্জাদ হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব সৈয়দা রুবিনা সিদ্দিকা। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জনাব মোঃ আনোয়ার হোসেন।
সবশেষে কলেজ প্রশাসন রচনা ও কুইজ প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রদান শেষে সভাপতি সমাপণী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণাকরেন।