১৮ অক্টোবর ২০২১ তারিখ ‘শেখ রাসেল দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদ্ যাপনের লক্ষ্যে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ, শেখ রাসেল দেয়ালিকা’র শুভ উদ্বোধন, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব মো: জিয়াউর রহমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: রেজাউল করিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: গোলজার হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: আমিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: বেল্লাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব দেবদুলাল দাস।